আপনি জানেন কি উইন্ডোজ God Mode কি? নিয়ে নিন চমৎকার কিছু উইন্ডোজ God Mode | Techtunes

ইন্টারনেট ইলেক্ট্রনিক্স কম্পিউটার কম্পিউটার ও ল্যাপটপ জানুন প্রযুক্তি


টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব উইন্ডোজ এর God Mode নিয়ে।

God Mode কি?

আপনি জানেন কি God Mode কি?
God Mode হচ্ছে উইন্ডোজ পিসির অন্যতম একটি হিডেন ফিচার যা অধিকাংশ ইউজারই জানেন না। মাইক্রোসফট সর্বপ্রথম Windows 7 এ এই ফিচারটি এড করে যার মাধ্যমে একজন ইউজার চাইলেই সকল এডমিন টুল নিয়ে আসতে পারে এক স্ক্রিনে।

সৌভাগ্যবশত এই চমৎকার ফিচারটি Windows 10 অপারেটিং সিস্টেমও কাজ করে।

কিভাবে ব্যবহার করবেন

এই God Mode ফিচারটি নামের দিক থেকে যেমন অদ্ভুত তেমনি কাজের দিক থেকেও। প্রথমে আপনি ডেক্সটপে যান গিয়ে রাইট ক্লিক করে New Folder এ ক্লিক করুন

এবং নাম হিসাবে নিচের কোড দিন।

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

 

আর দেখুন যাদু!

এখানে আপনি অসংখ্য গুরুত্বপূর্ণ সেটিং সহজেই খুঁজে পাবেন যেগুলো আপনি উইন্ডোজ এর অন্য কোন প্রোগ্রামে আর পাবেন না।

উইন্ডোজের আরও গড মোড

নিচে আরও গড মোড কোড দিয়ে দিলাম। উপরের নির্দেশনা অনুযায়ী নিউ ফোল্ডার খুলে এই গড মোড কোড গুলো ব্যবহার করলে আপনি আরো নতুন গড মোড অপশন একটিভ করতে পারবেন।

  • Default Programs.{17cd9488-1228-4b2f-88ce-4298e93e0966}
  • My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
  • Network.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
  • All Networks For Current Connection.{1FA9085F-25A2-489B-85D4-86326EEDCD87}
  • Programs and Features.{15eae92e-f17a-4431-9f28-805e482dafd4}
  • Power Settings.{025A5937-A6BE-4686-A844-36FE4BEC8B6D}
  • Printers.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
  • Icons And Notifications.{05d7b0f4-2121-4eff-bf6b-ed3f69b894d9}
  • Firewall and Security.{4026492F-2F69-46B8-B9BF-5654FC07E423}
  • All NET Frameworks and COM Libraries.{1D2680C9-0E2A-469d-B787-065558BC7D43}
  • Application Connections.{241D7C96-F8BF-4F85-B01F-E2B043341A4B}
  • Administrative Tools.{D20EA4E1-3957-11d2-A40B-0C5020524153}
  • Credentials and Logins.{1206F5F1-0569-412C-8FEC-3204630DFB70}
  • Speech Recognition.{58E3C745-D971-4081-9034-86E34B30836A}

শেষ কথা

অনেকে হয়তো আগে থেকে উইন্ডোজ গড মোড ফিচার সম্পর্কে জানেন বা আজকেই জানলেন। তবে আমি ব্যক্তিগত ভাবে এই ফিচারটি নিয়ে দারুণ খুশি তাই শেয়ার করলাম।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।


#আপন #জনন #ক #উইনডজ #God #Mode #ক #নয় #নন #চমৎকর #কছ #উইনডজ #God #Mode #Techtunes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *