আসছে! ব্র্যান্ডনিউ চেইন টিউন ‘ডিজিটাল মার্কেটিং কে? কী? কেন? কীভাবে?’ | Techtunes

ইন্টারনেট ইলেক্ট্রনিক্স কম্পিউটার কম্পিউটার ও ল্যাপটপ জানুন প্রযুক্তি


আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। আজ ৮ বছর টেকটিউনসের সাথে যুক্ত আছি, নিয়মিত নতুন নতুন টপিক নিয়ে টিউন করার চেষ্টা করছি। আপনারদের কতটুকু উপকার করতে পেরেছি জানি না তবে চেষ্টা করে যাচ্ছি।

ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কয়েকটি টিউন প্রকাশ করেছি এবং আপনারা আলহামদুলিল্লাহ ভালই রেসপন্স করেছেন। তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম এই ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পুরো চেইন টিউন করলে কেমন হয়? সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা পেতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কমপ্লিট চেইন টিউন!

তো আপনাকে কি করতে হবে? আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, টেকটিউনসের এর একটা নিয়ম রয়েছে যেখানে সবার টিউন স্ক্রিনে সব টিউনারদের টিউন সব সময় শো করে না। আপনি যাদের ফলো করবেন তাদের টিউনই আপনাকে বেশি দেখানো হবে। সুতরাং আমার এই চেইন টিউন সহ, বাকি সব গুলো টিউন নিয়মিত পেতে হলে, আমার প্রোফাইলে ফলো করে রাখুন, টিউমেন্ট করুন, টিউন জোস করুন।

‘ডিজিটাল মার্কেটিং কে? কী? কেন? কিভাবে?’ চেইন টিউন

বর্তমান সময়ে নিজস্ব বিজনেস সম্প্রসারণ, অনলাইন আর্নিং, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং একটি ট্রেন্ডিং টপিক। অনলাইনে বিদ্যমান প্রায় সবাই কোন না কোন ভাবে ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত। বর্তমানে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বাজারে রয়েছে অসংখ্য বই, রয়েছে ট্রেনিং ইন্সটিটিউট! তবে এগুলো কতটা কার্যকর সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। আর তাই সহজ এবং সাবলীল ভাবে ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয় গুলো বুঝিয়ে দিতেই আমার এই চেইন টিউন।

ডিজিটাল মার্কেটিং এর আরেক নাম অনলাইন মার্কেটিং। সহজ ভাবে বলতে গেলে, ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজের ব্র‍্যান্ড বা বিজনেসকে সম্ভাব্য ক্রেতা বা অডিয়েন্সদের কাছে প্রচার করাই হল ডিজিটাল মার্কেটিং।

শুধু ইন্টারনেট নয়, প্রচার করার চ্যানেলটা যদি যেকোনো ইলেকট্রনিক মাধ্যম হয় তাহলেও সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা যাবে।

কেন ‘ডিজিটাল মার্কেটিং কে? কী? কেন? কিভাবে?’ চেইন টিউন

বিশ্বব্যাপী ইন্টারনেট সহজলভ্য হবার কারণে সময়ের সাথে ইন্টারনেট ইউজারের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে মানুষ ইন্টারনেটে অধিক সময় ব্যয় করছে। ৭.৭ বিলিয়নের বেশি মানুষ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছে, অনলাইনে সার্চ করছে, অনলাইন থেকে কেনা কাটা করছে।

যখন কাস্টমাররা অনলাইনে তখনই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব মাথায় আসে। কাস্টমাররা তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট ইন্টারনেটে খুঁজছে, ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে সঠিক সময়ে সঠিক পণ্যটি সম্ভাব্য ক্রেতার কাছে সঠিক ভাবে উপস্থাপন করা।

আর আমার এই চেইন টিউনটির উদ্দেশ্য থাকবে ডিজিটাল মার্কেটিং বিষয়টি আপনাদের কাছে সহজ ভাবে উপস্থাপন করা।

চেইন টিউনটি কাদের জন্য

চলুন জেনে নেয়া যাক বিশেষ করে কাদের জন্য এই চেইন টিউনটি

  • যে কেউ যাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার বা শেখার আগ্রহ রয়েছে।
  • যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার গড়তে চায়।
  • যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ কর‍তে চায়।
  • যাদের ছোট বা বড় বিজনেস রয়েছে এবং ব্যক্তিগত ভাবে ডিজিটাল মার্কেটিং করতে চায়।
  • যারা পারসোনাল ব্র‍্যান্ডিং এর জন্য ডিজিটাল মার্কেটিং এর সাম্যক বিষয় গুলো সম্পর্কে জানতে চায়।

চেইন টিউনটিতে আপনি যা শিখবেন

  1. ডিজিটাল মার্কেটিং কী?
  2. বর্তমান ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
  3. কত ধরনের ডিজিটাল মার্কেটিং রয়েছে
  4. ডিজিটাল মার্কেটাররা কারা? ডিজিটাল মার্কেটাররা কী করে?
  5. ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইন-বাউন্ড মার্কেটিং কী? তাদের মধ্যে কোন পার্থক্য আছে?
  6. ডিজিটাল মার্কেটিং কি সকল বিজনেসের জন্য কাজ করে?
  7. কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়?
  8. কিছু ডিজিটাল মার্কেটিং এর উদাহরণ

চেইন টিউনটির বৈশিষ্ঠ্য

সহজ ও সাবলীল ভাষায় ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা পাওয়া যাবে

চেইন টিউনটিতে চেষ্টা করা হবে সহজ ভাষায় মুল বিষয় গুলো বুঝানোর। ডিজিটাল মার্কেটিং বিষয়টিতে কঠিন কিছু টার্ম রয়েছে যেগুলোর সাথে অনেকেই পরিচিত নয়। টার্ম গুলো সহজ ভাবে উপস্থাপন করা হবে।

সকল বিজনেসের উপর সমান গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে

ডিজিটাল মার্কেটিং ঠিক যত গুলো বিজনেস ফিল্ডে প্রয়োজন মোটামুটি সকল ফিল্ডের দিক থেকে আলোচনা করা হবে। শুধু মাত্র বড় বিজনেস নয় চেইন টিউনটিতে আলোচনা করা হবে কিভাবে ফেসবুক পেজ রিলেটেড বিজনেসেও কিভাবে ডিজিটাল মার্কেটিং সাহায্য করবে।

ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড বিষয় গুলো সম্পর্কে পরিষ্কার উপস্থাপন

ডিজিটাল মার্কেটিং এর সাথে কত গুলো বিষয় জড়িত যেমন, ব্র‍্যান্ডিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইনবাউন্ড মার্কেটিং ইত্যাদি। এই সকল বিষয় গুলোতেও আলোচনা করা হবে এই চেইন টিউনটিতে।

চেইন টিউনটি সঠিক ভাবে সম্পন্ন করার পর আপনি যা যা করতে পারবেন

  • পারসোনাল ব্র‍্যান্ডিং এ নিজেই নিজের প্রোমোশন করতে পারবেন।
  • ডিজিটাল মার্কেটিং কে প্রফেশনাল লাইফে সঠিক ভাবে প্রয়োগ করতে পারবেন।
  • ডিজিটাল মার্কেটিং রিলেডেট আকর্ষণীয় পেশা গ্রহণ করতে পারবেন।
  • মার্কেটপ্লেস গুলোতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার আগ্রহ এবং মোটিবেশন পাবেন।

শেষ কথাঃ

তো আজকে এতটুকুই ধারণা নিয়ে রাখুন, সামনে বিস্তারিত নিয়ে আসছি, জানতে পারবেন অনেক কিছু, জানতে পারবেন বর্তমান মার্কেটিং প্রেক্ষাপট ৷ সে পর্যন্ত সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।

আর এই ঘোষণাটি যত পারুন শেয়ার করুন। আমাকে টেকটিউনসে ফলো করুন। আমার টিউন গুলো জোসস করুন।


#আসছ #বরযনডনউ #চইন #টউন #ডজটল #মরকট #ক #ক #কন #কভব #Techtunes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *