ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে এলএনজি সরবরাহ কমেছে তিন ভাগের দুই ভাগ

আন্তর্জাতিক বাংলাদেশ বিনোদন রাজধানী শিক্ষা


টার্মিনাল থেকে সরবরাহ কমে যাওয়ার কারণে চট্টগ্রামেও কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছেন গ্রাহকেরা। আবার একটি এলাকায় বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ বলে জানা গেছে। নগরের ফয়ে’স লেকের লেক ভ্যালি আবাসিক এলাকার বাসিন্দা বিবি মরিয়ম বেলা একটার দিকে প্রথম আলোকে জানিয়েছেন, ‘বেলা ১১টার দিকে গ্যাস চলে গেছে। এখনো আসেনি।’

আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি। অন্যটি সামিট এলএনজি টার্মিনাল। এই দুটি টার্মিনালের মাধ্যমে বিতরণ কোম্পানিগুলোকে দিনে প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট করে গ্যাস দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আরপিজিসিএল কর্তৃপক্ষ।

জানা গেছে, চট্টগ্রাম পুরোপুরি এলএনজিনির্ভর। অর্থাৎ দুই টার্মিনাল থেকেই এ অঞ্চলে গ্যাস সরবরাহ হচ্ছে। এ কারণে টার্মিনাল বন্ধ হলে বা সরবরাহ কমলে চট্টগ্রামেও সংকট তৈরি হয়। যেমন চট্টগ্রামে গ্যাসের চাহিদা ২৮০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে পাওয়া যাচ্ছে ২২৫ মিলিয়ন ঘনফুট।


#ঘরণঝড় #রমলর #পরভব #চটটগরম #এলএনজ #সরবরহ #কমছ #তন #ভগর #দই #ভগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *