চট্টগ্রামে প্রস্তুত ১ হাজার ৩৪ আশ্রয়কেন্দ্র

আন্তর্জাতিক বাংলাদেশ বিনোদন রাজধানী শিক্ষা


জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। উপকূলীয় উপজেলাগুলোর মানুষকে ঝড় থেকে রক্ষার জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তাদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে আমাদের দল। এ ছাড়া মেডিকেল দলও সিভিল সার্জন প্রস্তুত রেখেছেন। বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে মেডিকেল টিম।’

চট্টগ্রামে সন্দ্বীপে ১৬২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। এ ছাড়া বাঁশখালীতে ১১৭টি, রাঙ্গুনিয়ায় ২১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। ১৫ উপজেলায় সকাল ১০টা পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান। এ ছাড়া গবাদি পশুদেরও আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। পর্যাপ্ত ওরস্যালাইন, শুকনা খাবারের ব্যবস্থাও রাখা হয়।


#চটটগরম #পরসতত #১ #হজর #৩৪ #আশরয়কনদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *