ড.ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন

প্রযুক্তি


জুমবাংলা ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে পুনঃগঠন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থলাভিষিক্ত হলেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা পরিষদের সব সদস্য। গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Dr. Younus

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনইসি’র সহায়তাকারী কর্মকর্তারা হলেন, মন্ত্রিপরিষদ সচিব, মূখ্য সচিব বা সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সব সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও সিনিয়র সচিবরা।

প্রজ্ঞাপনে পরিষদের কার্যপরিধি সম্পর্কে তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত নীতি ও কৌশল প্রহণে দিক-নির্দেশনা দেওয়া। এছাড়া দীর্ঘ মেয়াদী ও মধ্য মেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন অন্যতম।


#ডইউনসক #চয়রপরসন #কর #জতয় #অরথনতক #পরষদ #গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *