নিরাপত্তা পাবেন চিকিৎসকেরা | প্রথম আলো

আন্তর্জাতিক আবহাওয়া ইন্টারনেট কম্পিউটার ও ল্যাপটপ খেলা প্রযুক্তি বাণিজ্য বাংলাদেশ বিনোদন রাজধানী শিক্ষা


ভারতের হাসপাতালগুলোর নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দিলেন দেশটির সুপ্রিম কোর্ট। কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসক হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলা নিয়েছিলেন, তার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা শুনানির জন্য ওঠে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তায় টাস্কফোর্স গঠন করার প্রস্তাব দেন।

ভারতের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই টাস্কফোর্সে থাকবেন ৯ জন চিকিৎসক। টাস্কফোর্স মূলত দুটি বিষয়ে কাজ করবে। একটি হচ্ছে, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের ওপর হিংসা এবং লিঙ্গগত বৈষম্য দূর করা। আরেকটি হচ্ছে, হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন, রেসিডেন্ট চিকিৎসকদের কাজের নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য একটি প্রটোকল বা নিয়মবিধি তৈরি করা। সুপ্রিম কোর্ট টাস্কফোর্সকে তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে ৬০ দিনের মধ্যে।


#নরপতত #পবন #চকৎসকর #পরথম #আল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *