প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগ

নিয়োগ

Download pdf

আবেদন নির্দেশিকা

 আবেদনপত্র পূরণের সতর্কতাঃ

  • প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন।
  • ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন।
  • মিথ্যা বা বিভ্রান্তিমুলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল হবে।

 আবেদন করার পূর্ব প্রস্তুতিঃ

  • মূল চালানের স্ক্যান কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, জেপিইজি ফরমট)।
  • ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর/১০ ডিজিটের স্মাট কার্ড নম্বর/১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর।
  • মোবাইল নম্বর।
  • সদ্য তোলা রঙ্গিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ৩০০ × ৩০০ পিক্সেল, জেপিইজি ফরমেট)।
  • স্বাক্ষরের স্ক্যান কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, ২৫০ × ১৫০ পিক্সেল, জেপিইজি ফরমেট)।
  • আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা।

 আবেদনের নিয়মাবলীঃ

  • নির্দিষ্ট ঘরে নাম বাংলায় ও ইরেজীতে (বড় অক্ষরে) লিখুন (এস.এস.সি সনদ অনুযায়ী)
  • জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজীতে লিখুন (পরিচিতি নম্বর ১০/১৭ ডিজিটের হবে, ১৩ ডিজিট হলে জন্ম সালের ৪ ডিজিট প্রথমে লিখুন)
  • জন্ম নিবন্ধন নম্বর ইংরেজীতে লিখুন (নিবন্ধন নম্বর ১৭ ডিজিট হবে, ১৩ ডিজিট হলে জন্ম সালের ৪ ডিজিট প্রথমে লিখুন)
  • জন্ম তারিখ ইংরেজীতে লিখুন (YYYY-MM-DD) অথবা নির্বাচন করুন
  • নিজ বিভাগ নির্বাচন করুন
  • নিজ জেলা নির্বাচন করুন
  • পিতার নাম লিখুন (ইংরেজীতে অথবা বাংলায় এস.এস.সি সনদ অনুযায়ী)
  • মাতার নাম লিখুন (ইংরেজীতে অথবা বাংলায় এস.এস.সি সনদ অনুযায়ী)
  • জেন্ডার নির্বাচন করুন
  • মোবাইল নম্বর ইংরেজীতে লিখুন (১১ ডিজিটের মোবাইল নম্বর ইংরেজীতে, উদাহরণ: (01715xxxxxx)
  • নিজের ধর্ম সঠিকভাবে লিখুন (ইংরেজীতে অথবা বাংলায়)
  • নিজের জাতীয়তা সঠিকভাবে লিখুন (ইংরেজীতে অথবা বাংলায়)
  • ই-মেইল (যদি থাকে) সঠিকভাবে লিখুন (ইংরেজীতে উদাহরণ: abc@gmail.com)
  • আপনার কোনো পেশা থাকলে লিখুন (ইংরেজীতে অথবা বাংলায়)
  • বর্তমান ঠিকানা ও স্থায়ী  ঠিকানা সঠিক ভাবে লিখুন (ইংরেজীতে অথবা বাংলায়)
  • শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ থেকে সর্বপ্রথম ধারাবাহিকভাবে লিখুন
  • অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে) তাহলে সঠিকভাবে উল্লেখ করুন
  • অভিজ্ঞতার বিবরণ: কোনো প্রকার অভিজ্ঞতা থাকলে সঠিকভাবে উল্লেখ করুন
  • কোটা নির্বাচন করুন, অন্যান্য কোটা হলে ‘উল্লেখ করুন’ ঘরে লিখুন
  • বিভাগীয় প্রার্থী কি না ? নির্বাচন করুন হ্যাঁ হলে পরবর্তী ঘরগুলো পূরণ করুন
  • প্রার্থীর ছবি
    • প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি
    • ৩০০ × ৩০০ পিক্সেল এর জেপিইজি ফরমেটে সাদা ব্যাকগ্রাউন্ডে স্ক্যান কপি
    • ছবিটি অবশ্যই ৩০০ KB এর ভেতর হতে হবে
  • প্রার্থীর স্বাক্ষর
    • ২৫০ × ১৫০ পিক্সেল এর জেপেইজি ফরমেটে সাদা ব্যাকগ্রাউন্ডে স্ক্যান কপি
    • স্বাক্ষরের ছবি অবশ্যই ৩০০ KB এর ভেতর হতে হবে
  • সবকিছু সঠিকভাবে পূরণ করার পর ‘সংরক্ষণ করুন ও পরবর্তী ধাপ’ বাটন ক্লিক করুন। তারপর সব ঠিক থাকলে আপনার বায়োডাটা সঠিকভাবে তৈরী হবে
  • এরপর চালানের তথ্য পূরণ করে ‘আবেদন নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করলে ‘আবেদন যাচাইকরণ’ একটি পেজ আসবে
  • সব ঠিক থাকলে ‘আবেদন নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করুন
  • কোন তথ্য ভুল মনে হলে ‘সম্পাদনা’ বাটনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন
  • একবার আবেদন নিশ্চিত করা হয়ে গেলে আর সংশোধনের কোনো সুযোগ থাকবে ন
  • আবেদনপত্র প্রিন্ট করে রাখুন

চালান ফরম ডাউনলোড

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগ

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে

  1. প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধি-বিধানে কোনরুপ সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করা হবে।
  2. সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান দৈনিক পত্রিকা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট, প্রবেশ পত্র এবং মোবাইল এস.এম.এস. এর মাধ্যমে জানানো হবে।
  3. অনলাইনে আবেদন করতে হবে, কোনরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট (www.dls.gov.bd) এর ‘অনলাইন নিয়োগ’ আইকনে পাওয়া যাবে।
  4. ক) আবেদন শুরুর তারিখ ও সময় : ১৮/০৪/২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯.০০ ঘটিকা হতে।
    খ) আবেদনের শেষ তারিখ ও সময় : ১৯/০৫/২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত।
  5. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  6. মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদন পত্রের হার্ডকপি, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটার সপক্ষে প্রমাণকের সত্যায়িত অনুলিপির ২ (দুই) সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
  7. মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার অনুকুলে ‍মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত সনদ এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রমাণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর ইস্যুকৃত উত্তরাধিকার সনদ, এতিম ও শারীরিক প্রতিবন্ধি কোটার ক্ষেত্রে সমাজসেবা দপ্তর ইস্যুকৃত সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে উপজেলা প্রশাসন ইস্যুকৃত সনদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটার ক্ষেত্রে সার্কেল এডজুটেন্ট ইস্যুকৃত সনদ (সকল সনদ সত্যায়িত) দাখিল করতে হবে।
  8. আবেদন পত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবরে ২০০/- (দুইশত) টাকা অফেরৎযোগ্য ট্রেজারী চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারী চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারী চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
  9. ১৯ মে ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সের উর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  10. আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ সকল তথ্য স্বীকৃত শিক্ষাবোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদন পত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে।
  11. আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হলে অসম্পূর্ণ আবেদন/তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে।
  12. নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।
  13. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতি পত্রের মূল কপি দাখিল করতে হবে।
  14. অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদি পরীক্ষা গ্রহণ কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদন পত্র দাখিল বা Submit করার পূর্বে পূরণকৃত তথ্যাদির যথার্থতা সম্পর্কে আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  15. নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  16. আবেদনকারীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আবেদন করুন

আবেদন করুন

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগ

  1. নিয়োগ বিজ্ঞপ্তি
  2. বিস্তারিত

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগ

বিজ্ঞপ্তি ডাউনলোড

নিয়োগ বিজ্ঞপ্তিপ্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগ
আবেদন এর শুরুর তারিখ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ am
আবেদন এর শেষ তারিখ১৯ মে ২০২৪, ১১:৫৯ pm 
মোট পদের সংখ্যা৬৩৮
গ্রেড ও বেতন স্কেলপদের নাম, জাতীয় বেতন স্কেল ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)- বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/– বেতন গ্রেড : ১৬
শিক্ষাগত যোগ্যতা– কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
– কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স (এমএসওয়ার্ড, এমএসএক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন করতে হবে।
– কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতারগতি প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
– বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্স ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রাথীর বয়স ২০২৪-০৫-১৯ তারিখ পর্যন্ত১৯ মে, ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সের উর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
পূর্ব প্রস্তুতি* সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
শর্তাবলীপ্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধি-বিধানে কোনরুপ সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করা হবে।সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান দৈনিক পত্রিকা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট, প্রবেশ পত্র এবং মোবাইল এস.এম.এস. এর মাধ্যমে জানানো হবে।অনলাইনে আবেদন করতে হবে, কোনরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট (www.dls.gov.bd) এর ‘অনলাইন নিয়োগ’ আইকনে পাওয়া যাবে।ক) আবেদন শুরুর তারিখ ও সময় : ১৮/০৪/২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯.০০ ঘটিকা হতে।
খ) আবেদনের শেষ তারিখ ও সময় : ১৯/০৫/২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত।প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদন পত্রের হার্ডকপি, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটার সপক্ষে প্রমাণকের সত্যায়িত অনুলিপির ২ (দুই) সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার অনুকুলে ‍মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত সনদ এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রমাণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর ইস্যুকৃত উত্তরাধিকার সনদ, এতিম ও শারীরিক প্রতিবন্ধি কোটার ক্ষেত্রে সমাজসেবা দপ্তর ইস্যুকৃত সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে উপজেলা প্রশাসন ইস্যুকৃত সনদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটার ক্ষেত্রে সার্কেল এডজুটেন্ট ইস্যুকৃত সনদ (সকল সনদ সত্যায়িত) দাখিল করতে হবে।আবেদন পত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবরে ২০০/- (দুইশত) টাকা অফেরৎযোগ্য ট্রেজারী চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারী চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারী চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।১৯ মে ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সের উর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ সকল তথ্য স্বীকৃত শিক্ষাবোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদন পত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে।আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হলে অসম্পূর্ণ আবেদন/তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে।নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতি পত্রের মূল কপি দাখিল করতে হবে।অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদি পরীক্ষা গ্রহণ কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদন পত্র দাখিল বা Submit করার পূর্বে পূরণকৃত তথ্যাদির যথার্থতা সম্পর্কে আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হবেন।নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।আবেদনকারীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *