বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের জামিন

প্রযুক্তি


জুমবাংলা ডেস্ক : কোটা আন্দোলন ঘিরে হওয়া মামলায় বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতারা জামিনে মুক্তি পেয়েছেন।

BNP

মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা জামিন পান।

জামিন পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

বিএনপির সহ-আইন সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, মঙ্গলবার বিএনপির কয়েকশ নেতাকর্মী জামিন পেয়েছেন।

অজ্ঞাত স্থান থেকে আইজিপির ভিডিও বার্তা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এসব নেতাকর্মী গ্রেপ্তার হন। পরে তাদের নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।


#বএনপজময়তসহ #বভনন #দলর #শরষ #নতদর #জমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *