যে কারণে কার্যালয়ে আসছেন না চসিক ওয়ার্ড কাউন্সিলররা

আন্তর্জাতিক আবহাওয়া ইন্টারনেট কম্পিউটার ও ল্যাপটপ খেলা প্রযুক্তি বাণিজ্য বাংলাদেশ বিনোদন রাজধানী শিক্ষা


সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, এর মাধ্যমে স্থায়ী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখেন। ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে তিনজন প্যানেল মেয়র হন। মেয়রের অনুপস্থিতিতে তাঁদের একজন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

ওয়ার্ড কাউন্সিলরদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বিভিন্ন ধরনের সনদ দেওয়ার ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ প্রদান। এ ছাড়া জন্মনিবন্ধন সনদও ওয়ার্ড কার্যালয় থেকে দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার প্রসার ও মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি ও সহায়তা দেওয়া; অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টিসহ জননিরাপত্তাসংক্রান্ত প্রতিরোধমূলক কার্যক্রম নেওয়া; পরিবেশের উন্নয়ন, ক্রীড়া কার্যক্রমে সহায়তা, জনশুমারিসহ সব ধরনের শুমারিতে সহায়তা, আবর্জনা সংগ্রহ ও অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার, করপোরেশনের আয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জনগণকে সহায়তা করা এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে হয় ওয়ার্ড কাউন্সিলরদের।


#য #করণ #করযলয় #আসছন #ন #চসক #ওয়রড #কউনসলরর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *