সাংবাদিকতার ধারেকাছেও নাই, এমন অনেকে সরকারি অফিসে বসে থাকে: ওবায়দুল কাদের

আন্তর্জাতিক আবহাওয়া ইন্টারনেট কম্পিউটার ও ল্যাপটপ খেলা প্রযুক্তি বাণিজ্য বাংলাদেশ বিনোদন রাজধানী শিক্ষা


সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নাই, পড়া নাই, সাংবাদিকতা বোঝে না, ধারেকাছেও নাই—এমন অনেকে, এমনকি অফিসেও গিয়ে দেখি, সরকারি অফিসে বসে থাকে সারাক্ষণ। ঢাকায়ও এ অবস্থা আছে। দুটো অফিস আমারও আছে। সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট না। ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক হতে হবে।’

গঠনমূলক ও সৃজনশীল সাংবাদিকতাকে প্রধানমন্ত্রী সব সময় উৎসাহিত করেন বলে জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগও একই নীতি অনুসরণ করে, বলেন তিনি। কোনো সাংবাদিক যাতে অর্থনৈতিকভাবে হয়রানির শিকার না হন, সে জন্য সতর্ক আছেন বলে জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, সাংবাদিক হিসেবে শক্তিশালী হতে চাইলে পেশাকে বেশি গুরুত্ব দিতে হবে। দলমত-নির্বিশেষে সাংবাদিকেরা জনকল্যাণে শক্তি ব্যবহার করবেন বলেও আশা প্রকাশ করেন জি এম কাদের।


#সবদকতর #ধরকছও #নই #এমন #অনক #সরকর #অফস #বস #থক #ওবয়দল #কদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *