সূরা কদর : Surah Qadr Bangla

ইন্টারনেট ইলেক্ট্রনিক্স কম্পিউটার কম্পিউটার ও ল্যাপটপ জানুন প্রযুক্তি


সূরা আল কদর একটি মক্কী সূরা, যা মাকায় অবতীর্ণ হয়েছে। সূরা কদর (Surah Qadr) ৫ টি আয়াত নিয়ে গঠিত। সূরাতুল কদর সেই সূরাগুলির মধ্যে রয়েছে, যা মক্কায় আগে অবতীর্ণ হয়েছিল। সবচেয়ে মূল্যবান রাতের নামানুসারে এই সুরার নাম লাইলাতুল কদর করা হয়েছে। তাছাড়া পবিত্র রমজান মাসে এর নাজিল এর গুরুত্ব ও তাৎপর্য বৃদ্ধি করে। কথিত আছে যে, স্বপ্নে মহানবী (সা.) বনু উমাইয়াকে তার মিম্বরে দাঁড়িয়ে থাকতে দেখেন, তারপর তিনি দুঃখ পেয়েছিলেন এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা:) কে উৎসাহিত করার জন্য আল্লাহ সুরা কদর নাজিল করেছেন।

সূরা কদর : Surah Qadr Bangla

1

إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ

উচ্চারণঃ ইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।

অর্থঃ আমি একে নাযিল করেছি শবে-কদরে।

2

وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ

উচ্চারণঃ ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।

অর্থঃ শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?

3

لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

উচ্চারণঃ লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।

অর্থঃ শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

4

تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

উচ্চারণঃ তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।

অর্থঃ এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।

5

سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ

উচ্চারণঃ ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।

অর্থঃ এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।

সূরা কদর বাংলা উচ্চারণ

সূরা কদর পাঠের উপকারীতা

সূরা কদর পাঠের অনেক উপকারিতা রয়েছে, যার মধ্যে রয়েছে শিরক থেকে রক্ষা, রোগ নিরাময় এবং ব্যথা-বেদনা নিরাময়। এটিকে একটি পুণ্যময় কাজও বলা হয় এবং মহানবী (সা.) বলেছেন যে কেউ সূরা কদর পাঠ করবে সে আখিরাতে এবং জীবনের শেষভাগে নিরাপদ থাকবে।

সূরাতুল কদর (Surah Qadr) অন্তত দশবার পাঠ করলে শহীদের মর্যাদা পাওয়া যাবে। ফরজ নামাজে এই সূরা পড়লে পুরো রমজান মাস রোজা রাখার সওয়াবও পাওয়া যাবে। এটি নিয়মিত পাঠ করলে আপনার রিযিক বৃদ্ধি পাবে এবং আপনার আত্মা পবিত্র হবে। প্রতিদিন এটি পাঠ করা আপনাকে দারিদ্র্য থেকে রক্ষা করতে সহায়তা করে।

[no_toc]




#সর #কদর #Surah #Qadr #Bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *