১৫০ যাত্রী নিয়ে পাকিস্তানের বিমানের জরুরি অবতরণ

প্রযুক্তি


আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি বিমান ফ্লাইট-৬৭০ করাচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে যাত্রা করে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে বিমানটি ফিরে আসে এবং করাচি বিমানবন্দরে অবতরণ করে।

PIA

সোমবার বিমান কর্তৃপক্ষ দাবি করেছে, নবাব শাহের কাছে এ-৩২০ বিমানটিতে প্রযুক্তিগত সমস্যা হয়েছে। যার কারণে দ্রুত অবতরণ করার আদেশ দেওয়া হয়। বিমানে সিন্ধু প্রদেশের গভর্নরও ছিলেন।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশে, পাইলট করাচিতে ফিরে আসেন।

সূত্রের দাবি, ফ্লাইট-৬৭০-এ গভর্নর সিন্ধুসহ ১৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এছাড়াও বিমানে সিন্ধুর গভর্নর কামরান তেসোরির পরিবারের সদস্যরাও ছিলেন।

প্রযুক্তিগত সমস্যার কারণে দুই সপ্তাহে বেশ কয়েকবার একই বিমান জরুরি অবতরণ করেছে।

তৃপ্তিকে যে কারণে ‘মা’ বানাতে চান সৌরভ কন্যা

সূত্র জানায়, উড্ডয়নের পরপরই বিমানটিতে হঠাৎ করে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। ইসলামাবাদগামী বেসরকারি এয়ারলাইন্সের বিমানটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।


#১৫০ #যতর #নয় #পকসতনর #বমনর #জরর #অবতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *