৩০০ কোটি ডলার বাড়তি ঋণের বিষয়ে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক আবহাওয়া ইন্টারনেট কম্পিউটার ও ল্যাপটপ খেলা প্রযুক্তি বাণিজ্য বাংলাদেশ বিনোদন রাজধানী শিক্ষা


অর্থ উপদেষ্টা আরও জানান, আগামী অক্টোবরে ওয়াশিংটনে আইএমএফের পরিচালনা পর্ষদের সভা হবে। সেখানে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন তিনি। এ ছাড়া চলতি সেপ্টেম্বরের শেষ দিকে বাংলাদেশে আইএমএফের একটি পর্যালোচনা মিশন আসার কথা রয়েছে।

অর্থ উপদেষ্টার কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়ে জানতে চান সাংবাদিকেরা। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প চলবে। বাংলাদেশ রাশিয়ার কাছে ঋণ পরিশোধ শুরু করার আগে দুই বছর মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ ব্যাপারে খুবই ইতিবাচক।

তবে রুশ রাষ্ট্রদূত রূপপুর প্রকল্প অব্যাহত রাখা ও ঋণ পরিশোধ নিয়ে চিন্তিত জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি তাঁকে আশ্বস্ত করেছি যে আমরা নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করব।’


#৩০০ #কট #ডলর #বড়ত #ঋণর #বষয #ইতবচক #আইএমএফ #অরথ #উপদষট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *