হিরো আলমের ওপর হামলাকারীদের দলীয় পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য

আন্তর্জাতিক আবহাওয়া ইন্টারনেট কম্পিউটার ও ল্যাপটপ খেলা প্রযুক্তি বাণিজ্য বাংলাদেশ বিনোদন রাজধানী শিক্ষা


বগুড়ায় আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন আদালতের আইনজীবীদের তিন সহকারী। তাঁরা হলেন আবু হাসান সরকার ওরফে রনি, নুরুল ইসলাম ওরফে নূর ও শামীম হোসেন। তাঁদের সঙ্গে হামলায় অংশ নিয়েছেন আরও ১০ থেকে ১২ জন আইনজীবীর সহকারী।

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি বগুড়া জেলা শাখার আহ্বায়ক আবু তৈয়ব হুদার দাবি, হামলাকারীদের সঙ্গে বিএনপির কোনো সর্ম্পক নেই। আওয়ামী লীগের আইনজীবী ও স্থানীয় নেতাদের সঙ্গে এত দিন ওঠবস ছিল হামলাকারীদের। তাঁদের কেউ কেউ তাঁদের সমিতির সদস্য নন।

তবে একই সমিতির সদস্যসচিব শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হিরো আলমের ওপর হামলাকারী হিসেবে গণমাধ্যমে যাঁদের ছবি প্রকাশিত হয়েছে, তাঁদের মধ্যে নুরুল ইসলাম ছাড়া অন্যরা বিএনপির সমর্থক। আদালত অঙ্গনে তাঁরা নিজেদের বিএনপি সমর্থক পরিচয় দিলেও নিজ এলাকায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাঁদের ওঠবস ছিল।


#হর #আলমর #ওপর #হমলকরদর #দলয় #পরচয় #নয় #ভনন #ভনন #বকতবয

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *