roomGPT – AI দিয়ে মুহূর্তেই আপনার ঘরের ডিজাইন চেঞ্জ করুন | Techtunes

ইন্টারনেট ইলেক্ট্রনিক্স কম্পিউটার কম্পিউটার ও ল্যাপটপ জানুন প্রযুক্তি


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

সম্প্রতি roomGPT নামে একটি দারুণ AI টুল রিলিজ করা হয়েছে যার মাধ্যমে আপনি মুহূর্তেই আপনার ঘরের ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনার ঘরের ডিজাইন কেমন হবে সেটা নিয়ে কনফিউশনে থাকলে এই টুলটি আপনাকে দারুণ ভাবে সাহায্য করতে পারে।

roomGPT কী?

roomGPT একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ভিত্তিক টুল যা দিয়ে হোম ডেকোরেশন আইডিয়া পাওয়া যায়। নির্দিষ্ট রুমের ছবি এই টুলটিতে দিলে এটি মুহূর্তের মধ্যে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করে দিতে পারে। যেকোনো স্পেস দ্রুত সময়ের মধ্যে রি-ডিজাইন করতে
টুলটি বেশ কার্যকর।

roomGPT একটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। ইউজাররা চাইলে রি-ডিজাইন করতে বিভিন্ন থিম, modern, neutral, monochromatic, complementary, analogous, warm, cool, pastel, ইত্যাদি ব্যবহার করতে পারবে। সিলেক্ট করতে পারবেন বিভিন্ন ধরনের রুম রয়েছে living room, dining room, bedroom, bathroom, office, kitchen, gaming room, guest room, laundry room, এবং home theatre অপশন।

roomGPT

অফিসিয়াল ওয়েবসাইট @ roomGPT

RoomGPT কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে roomgpt.io ওয়েবসাইটে যান এবং লগ ইন করুন।

Upload an Image  এ ক্লিক করুন এবং রুমের ছবি আপলোড করুন।

Room Type সিলেক্ট করুন

Themes সিলেক্ট করে Render Designs এ ক্লিক করুন।

কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের নতুন ডিজাইন পেয়ে যাবেন।

শেষ কথা

আপনার ঘরের যেকোনো রুমকে মনের মত সাজিয়ে নিতে সাহায্য করতে পারে roomGPT অ্যাপটি। এই মুহূর্তে রুম রি-ডিজাইন করার বিভিন্ন অ্যাপ বা টুল পাওয়া গেলেও roomGPT সবার চেয়ে আলাদা।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।


#roomGPT #দয় #মহরতই #আপনর #ঘরর #ডজইন #চঞজ #করন #Techtunes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *