Surah Falaq Bangla : সূরা ফালাক

ইন্টারনেট ইলেক্ট্রনিক্স কম্পিউটার কম্পিউটার ও ল্যাপটপ জানুন প্রযুক্তি


সূরা ফালাক (Surah Falaq) কুরআনের একটি অধ্যায় যা মুসলমানরা তাদের প্রতিদিনের নামাজের সময় পাঠ করে। এটি মাত্র পাঁচটি আয়াত নিয়ে গঠিত এবং এটি একটি ছোট সূরা। সূরা ফালাক বিভিন্ন ধরণের মন্দ যেমন হিংসা, জাদুবিদ্যা এবং ক্ষতিকারক প্রাণী থেকে সুরক্ষা চাওয়ার কথা বলে। মুসলমানরা বিশ্বাস করে যে, সূরা ফালাক তেলাওয়াত তাদের এই মন্দ থেকে সুরক্ষা দিতে পারে। সূরাটিতে সর্বশক্তিমান আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে এবং রাতের অন্ধকার থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে।

Are you looking for an in-depth analysis of Surah Falaq or Sura Falak in Bangla? Look no further! In this article, we will explore the significance of Sura Falaq, also known as Sura Falak, in Islam, and how it is recited to seek protection from harm and evil. We will also discuss the importance of understanding Surah Falaq in Bengali for Bengali-speaking Muslims around the world.

Surah Falaq, also known as Sura Falak, is the 113th chapter of the Holy Quran. This Surah is considered to be one of the most powerful and potent verses of the Quran as it is recited to seek protection from harm and evil.

Surah Falaq Bangla : সূরা ফালাক

1

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ

উচ্চারণঃ কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক।

অর্থঃ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার।

2

مِن شَرِّ مَا خَلَقَ

উচ্চারণঃ মিন শাররি মা-খালাক।

অর্থঃ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে।

3

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

উচ্চারণঃ ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।

অর্থঃ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়।

4

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ

উচ্চারণঃ ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।

অর্থঃ গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে।

5

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

উচ্চারণঃ ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

অর্থঃ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

Surah Falaq Bangla : সূরা ফালাক বাংলা উচ্চারণ

সূরা ফালাক পাঠের উপকারীতা

এটা বিশ্বাস করা হয় যে সূরা ফালাক তেলাওয়াত করলে তিলাওয়াতকারীর জন্য প্রচুর উপকার পাওয়া যায়। সূরা ফালাক মুসলিম বিশ্বাসের একটি অপরিহার্য অঙ্গ এবং বিশ্বব্যাপী মুসলমানরা নিয়মিত পাঠ করে থাকে। এটি একটি শক্তিশালী হাতিয়ার যা মুসলমানদেরকে আল্লাহর সাথে সংযোগ করতে এবং ক্ষতি ও মন্দ থেকে তার সুরক্ষা পেতে সাহায্য করে।

নিয়মিত সূরা ফালাক পাঠ করলে ক্ষতি ও নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায়। এটি একজনের বিশ্বাস এবং আল্লাহর সাথে সংযোগকে শক্তিশালী করতেও সাহায্য করতে পারে। এই সূরাটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী যারা তাদের জীবনে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা যারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন যা অপ্রতিরোধ্য বলে মনে হয়।

হাদিসে বর্ণিত আছে, নবী করীম (সাঃ) জ্বিন ও মানুষের বদ নজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। যখন আল ফালাক তাঁর উপর নাযিল হয় তখন তিনি এ সূরাই অবলম্বন করলেন এবং আশ্রয় প্রার্থনা করা বন্ধ করে দেন। অন্য এক হাদিসে আছে, নবী করীম (সাঃ) বলেছেন, তোমরা সূরা ফালাক পড়তে থাক। কেননা, আল্লাহ্‌র নিকট এর চেয়ে অধিক প্রিয় এবং অধিক দ্রুত গ্রহণযোগ্য আর কোন সূরা তোমরা পড়তে পারবে না। সুতরাং যথাসম্ভব তোমরা এ সূরা পড়া ছেড়ে দিও না।

Conclusion

In conclusion, Surah Falaq is one of the Quran’s shortest but most powerful chapters. Its verses provide protection and seek refuge from various evils, including black magic, envy, and other negative influences. Regularly reciting this surah can help gain spiritual strength and a deeper connection with Allah.

Now, let’s make this interactive. Have you recited Surah Falaq in Bangla today? If not, take a moment to do so and feel the peace and protection it brings. Have you ever experienced the positive effects of reciting Surah Falaq regularly? Share your thoughts in the comments below, and let’s inspire each other to strengthen our faith and spiritual practices.

[no_toc]




#Surah #Falaq #Bangla #সর #ফলক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *