WhatsApp এর View-Once মিডিয়া শেয়ারিং ফিচার – কেবল একবার দেখা যাবে পাঠানো ছবি | Techtunes

ইন্টারনেট ইলেক্ট্রনিক্স কম্পিউটার কম্পিউটার ও ল্যাপটপ জানুন প্রযুক্তি


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

Snapchat সবার প্রথম Disappear মেসেজ চালু করেছিল এর পর অন্যান্য অ্যাপ গুলো সেটা ফলো করা শুরু করে। WhatsApp অনেক আগেই বলেছিল তারা এমন ফিচার আনতে যাচ্ছে যার মাধ্যমে ইউজার কেবল নির্দিষ্ট ছবি বা ভিডিও একবার দেখার সুযোগ পাবে। কোন ইউজার অন্য ইউজারকে কোন ইমেজ বা ভিডিও সেন্ড করলে সেটা একবারই দেখার সুযোগ থাকবে। আর বর্তমানে এই ফিচারটি চলে এসেছে WhatsApp এ।

WhatsApp এর View-once ফিচার

WhatsApp এই ফিচারটি নাম দিয়েছে “View-once” যেহেতু প্রথম প্রথম শুরু হয়েছে সুতরাং কিছু সমস্যা এখন হচ্ছে। একেক ফোনে একেক ভাবে আসছে এই ফিচারটি। প্রথম দিকে নির্দিষ্ট আইকনে ক্লিক করে এমন মেসেজ পাঠানো গেলেও এখন অনেক ফোনে সেন্ড বাটন কিছুক্ষণ ট্যাপ করে রাখলে View Once মেসেজ সেন্ড হচ্ছে।

আবার GIFs এর ক্ষেত্রে এই মেথড কাজ করছে না। আস্তে আস্তে অনেক কিছুই এখানে এড হবে। তবে এই ফিচারটি প্রাইভেট ইমেজ বা ভিডিও একেবারে পাবলিক হওয়া থেকে রক্ষা করবে এটা বলা যায় না কারণ অন্য ফোন দিয়ে নির্দিষ্ট ফোনের ভিডিও বা ছবি চাইলে ক্যাপচার করে রাখা যায়।

Meta সব সময় চায় WhatsApp কে শক্তিশালী এনক্রিপশন দিয়ে সবচেয়ে নিরাপদ মেসেজিং অ্যাপ বানাতে। তারপরেও খারাপ কিছু ঘটে, কিছুদিন আগে হ্যাকাররা একটা ওয়ে বের করে যার মাধ্যমে চাইলে তারা নির্দিষ্ট একাউন্ট বন্ধ করে দিতে পারতো। এই সমস্যাটা হয়েছি Meta চেক করতো না একাউন্টে ব্যবহৃত ইমেইল গুলো রিয়েল কিনা। যদিও পরবর্তীতে এই সমস্যাটি ফিক্স করা হয়।

কীভাবে View-once মেসেজ পাঠাবেন?

প্রথমে WhatsApp অ্যাপ ওপেন করে নির্দিষ্ট কনভারসেশনে যান

ইমেজ সিলেক্ট করে স্ক্রিনশটে দেখানো আইকনটিতে ক্লিক করুন

Ok তে ট্যাপ করুন।

এবার সেন্ড বাটনে প্রেস করুন

অপর প্রান্তে নিচের মত দেখাবে। একবার সিন করলে, মেসেজটিতে Opened দেখাবে।

শেষ কথা

Meta, ইউজারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত নতুন নতুন সিকিউরিটি সিস্টেম নিয়ে আসছে যেমন Two-factor Authentication, Encrypted Backup এর সাথে সাথে এখন চাইলে নির্দিষ্ট চ্যাট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন।

তো কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন। আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।


#WhatsApp #এর #ViewOnce #মডয় #শয়র #ফচর #কবল #একবর #দখ #যব #পঠন #ছব #Techtunes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *