ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে সিকিউর করুন ক্রোম Incognito মোড | Techtunes

ইন্টারনেট ইলেক্ট্রনিক্স কম্পিউটার কম্পিউটার ও ল্যাপটপ জানুন প্রযুক্তি


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ক্রোমের Incognito ফিচারটি ব্যবহার করি। Incognito যেহেতু একটি কনফিডেন্সিয়াল ফিচার সেহেতু আমরা কেউই চাই না এই মোডে থাকাকালীন আমরা কী দেখছি বা কোন ওয়েবসাইট ভিজিট করছি সেটা কেউ দেখুন। কিন্তু এমন হতে পারে আপনি এই মোড এনেভল করে ব্রাউজার অন রেখে কয়েক মিনিটের জন্য কোথাও গেলেন এই ফাঁকে কেউ আপনার ব্রাউজার ওপেন করে দেখে নিল কি ভিজিট করছেন। চিন্তার কিছু নেই এই সমস্যার সমাধান রয়েছে।

এখন আপনি চাইলে Incognito মোডে দিয়ে রাখতে পারেন ফিঙ্গার প্রিন্ট লক, কেউ ব্রাউজারে ঢুকতে চাইলেই সেখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে।

কীভাবে Incognito মোডে ফিঙ্গারপ্রিন্ট এড করবেন

প্রথমে chrome://flags এ যান।

Enable Device Reauthentication লিখে সার্চ করুন এবং এটি এনেভল করে দিয়ে ব্রাউজার রিস্টার্ট করুন।

Settings >Privacy and Security তে যান এবং Lock Incognito Tab. এনেভল করে দিন।

শেষ কথা

এখন থেকে যত বার Incognito মোডে থাকা অবস্থায় ক্রোম ওপেন করতে চাইবেন ততবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেটা ওপেন করতে হবে। আশা করছি ছোট এই ট্রিকসটি আপনার প্রাইভেসি আরেকটু বাড়াবে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।


#ফঙগরপরনট #লক #দয় #সকউর #করন #করম #Incognito #মড #Techtunes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *